অভিনন্দন জানাতে এসে মহিলা আ.লীগনেত্রীর বাসায় লুটপাট, গ্রেপ্তার ২
গাজীপুরে ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে এসে আওয়ামী লীগনেত্রীর বাসায় লুটের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই নেত্রীর নাম হাজেরা বেগম। তিনি গাজীপুরের কোনাবাড়ী থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক।
গ্রেপ্তার যুবকরা হলেন—গাজীপুর মহানগরের কোনাবাড়ি নতুন বাজার এলাকার মো. সোহেল ও শ্রী সাজন।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জাহিদুল হক।
জাহিদুল হক জানান, গত বছরের ২৮ নভেম্বর দুপুরে চার যুবক নিজেদের সাংবাদিক পরিচয়ে নতুন পদপ্রাপ্ত মহিলা আওয়ামী লীগনেত্রী হাজেরা বেগমকে অভিনন্দন জানাতে যান। তাঁরা সাক্ষাৎকার নিতে ফুলের তোড়া নিয়ে বাসার বাইরে অপেক্ষা করেন। পরে মাস্ক পরে গেস্ট রুমের গেটে গিয়ে বাসায় কেউ আছেন বলে ডাকাডাকি শুরু করেন। তখন ওই নেত্রী দরজা খুললে সাংবাদিক পরিচয়ে বাসায় ঢোকেন।
হাজেরা বেগমের ঘরে ঢুকেই তাঁরা পিস্তল বের করে ভয় দেখায় এবং তার হাত-পা বেঁধে চাবি নিয়ে আলমারি থেকে নগদ তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঘটনার দিনই হাজেরা বেগম বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা করেন। ঘটনাটি কোনাবাড়ী থানা পুলিশ প্রায় সাত মাস তদন্ত করেও কোনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় পুলিশ হেডকোয়ার্টার্স ঘটনাটি তদন্তের জন্য পিবিআই-গাজীপুরকে দায়িত্ব দেয়। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত ৬ জুলাই রাতে কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ী এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করে।
১৮ জুলাই সেহেলকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। এ সময় জিজ্ঞাসাবাদে সোহেল নিজে ওই ঘটনায় সম্পৃক্ত থাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যমতে ২০ জুলাই ভোরে কোনাবাড়ী থানার নতুন বাজার এলাকা থেকে শ্রী সাজনকে গ্রেপ্তার করা হয়।