অসুস্থ সহযোদ্ধার পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবক লীগ
নরসিংদীতে সদ্যবিদায়ী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্যবিষয়ক সম্পাদক মোতাহার হোসেন রিজভীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
আজ বুধবার দুপুরে নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে রিজভীর পরিবারের হাতে তাঁর চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা তুলে দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান।
মোতাহার হোসেন রিজভী চলতি বছরের ২৩ জুন ঢাকায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভতি করানো হয়। সেখানে তিনি প্রায় চার মাস চিকিৎসা নেন। পরে তাঁকে নরসিংদী ডায়বেটিক হাসপালে ভর্তি করানো হয়।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘আমরা স্বেচ্ছাসেবক লীগ করি। আমাদের মূলমন্ত্র হচ্ছে সেবা, শান্তি ও প্রগতি। আমরা আমাদের দায়িত্ব-কর্তব্য ও প্রাণের তাগিদে এখানে এসেছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাবেক কেন্দ্রীয় নেতা মোতাহার হোসেন রিজভীকে চিকিৎসার জন্য সহায়তা দিয়েছি, তাঁর পাশে দাঁড়িয়েছি।
স্বেচ্ছাসেবক লীগ আরো বলেন, ‘আমরা এখনো কোনো রাজনৈতিক কর্মসূচি শুরু করিনি। আমাদের সহকর্মী মোতাহার হোসেন রিজভীকে চিকিৎসার জন্য সহায়তা করার মাধ্যমে নরসিংদী থেকে স্বেচ্ছাসেবকলীগের সেবামূলক কার্যক্রমের যাত্রা শুরু করা হলো। এই ধারা অব্যাহত থাকবে।