আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু, চিকিৎসকসহ পাঁচজন কোয়ারেন্টিনে
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আইসোলেশনে থাকা ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল বুধবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর গতকাল রাতেই মৃত্যু হয় তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ।
মৃত যুবকের বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকার নুনছড়ি গ্রামে।
পরিবার জানায়, গত ৯ মার্চ থেকে অসুস্থ ছিলেন ওই যুবক। গতকাল তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে করোনা সন্দেহে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। সেখানে চিকিৎসাও চলছিল তাঁর। পরে রাত আনুমানিক পৌনে ৯টার দিকে তিনি মারা যান।
সিভিজ সার্জন নূপুর কান্তি দাশ জানিয়েছেন, আপাতত করোনা রোগী ধরেই লাশটির সৎকার করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) পূর্ণ জীবন চাকমা জানান, বিষয়টি সম্পর্কে গতকাল দুপুরেই সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) অবহিত করা হয়। মৃত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য আইইডিসিআরকে পাঠানো হবে।
পূর্ণ জীবন চাকমা আরো জানান, ওই যুবকের সংস্পর্শে আসায় হাসপাতালের দুজন চিকিৎসক, দুজন নার্স ও একজন পরিচ্ছন্নকর্মীকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মৃত রোগীর পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাঁরা কোয়ারেন্টিনেই থাকবেন।