আগুন লেগে পেট্রোলভর্তি ড্রামে বিস্ফোরণ, গৃহবধূর মৃত্যু
জামালপুরে রান্নাঘরে পেট্রোলভর্তি ড্রামে আগুন লেগে বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ হয়ে সানজিদা আক্তার শিপ্রা (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী ইকরামুল ইসলাম শুভ্র (৩৫)। জামালপুর পৌর এলাকার রশিদপুরে আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে বাড়িটি ভস্মীভূত হয়ে যায়।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আফসার উদ্দিন জানান, আজ সকালে রশিদপুর এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছিলেন সানজিদা আক্তার শিপ্রা। এ সময় সিলিন্ডারের পাশে থাকা পেট্রোলভর্তি একটি ড্রামে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে। এ সময় আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সানজিদার এবং গুরুতর আহত হন তাঁর স্বামী ইকরামুল ইসলাম শুভ্র।
পরে স্থানীয়রা ইকরামুলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত ইকরামুল ইসলাম শুভ্র রশিদপুর বাজারে পেট্রোল, অকটেনসহ বিভিন্ন ধরনের তেলের ব্যবসা করেন।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা উত্তেজিত হয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করেন এবং কয়েকজন কর্মীকে আহত করেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।