আনোয়ারায় চার কোটি টাকার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব-৭ একটি চৌকস দল। এ সময় এক ইয়াবা কারবারীকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারীর নাম আবদুল মান্নান (৪৫)। তিনি উপজেলার খোদ্দগহিরা গ্রামের বাসিন্দা।
আজ শনিবার সকালে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বাড়িতেই ছিলেন আবদুল মান্নান। আনোয়ারাসহ বিভিন্ন অঞ্চলে ইয়াবা বিক্রির জন্য যোগাযোগ করছেন সহযোগীদের সঙ্গে-এমন গোপন খবর পেয়ে খোদ্দ গহিরা গ্রামে অভিযানে যায় র্যাবের টিম। পালানোর সময় র্যাব সদস্যরা ধাওয়া করে অভিযুক্ত আবদুল মান্নানকে গ্রেপ্তার করে।
পরে তার তথ্যমতে খাটের নিচে দুটি প্লাস্টিকের ব্যাগে ভরা এক লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আব্দুল মান্নানের বিরুদ্ধে র্যাব সদস্য বাদী হয়ে আনোয়ারা থানায় মাদক মামলা করে।
জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি টাকা বলে জানায় র্যাব।
আব্দুল মান্নানকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম।