আন্দোলনের ১৬ দিনে হবিগঞ্জের চা শ্রমিকরা
টানা ১৬ দিনের মতো আজ বুধবারও আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবিগঞ্জের বাগানগুলোর চা শ্রমিকরা। মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে তাঁরা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নিজ নিজ বাগানে কর্মবিরতিসহ বিক্ষোভ সমাবেশ করছেন শ্রমিকরা। দফায় দফায় আশ্বাস ও প্রতিশ্রুতিতেও কাজে ফিরছেন না তাঁরা।
দাড়াগাঁও বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, ‘আমাদেরকে মঙ্গলবার শ্রীমঙ্গলে লেবার হাউজে ডাকা হয়েছিল। আমরা সেখানে জানিয়ে দিয়েছি যে, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। তবে, আমরা রাস্তা অবরোধ না করে নিজ নিজ বাগানে আন্দোলন করব বলেও তাঁদেরকে আশ্বস্ত করেছি।’
জানা গেছে, দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে চারদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি।
গত শনিবারের বৈঠকে তাদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে চা শ্রমিক নেতৃবৃন্দ আন্দোলন প্রত্যাহার করেছেন বলে জানান। তবে, তা মানেননি একাংশ। পরে আবারও আন্দোলনরতদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মবিরতিতে দেখা যায় শ্রমিকদের।