আল আকসা মসজিদে ইসরায়েলি হামলার নিন্দা
আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এ সন্ত্রাসী আক্রমণ বিশ্বজুড়ে উদ্বেগের বিষয়। সেখানকার সমস্যার স্থায়ী সমাধান করতে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ প্যালেস্টাইনের জনগণের অধিকার এবং তাদের সার্বভৌমত্বের প্রতি সমর্থন প্রকাশ করছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে বাংলাদেশ প্যালেস্টাইনের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।