আশুগঞ্জে মাদকসহ ২ ব্যবসায়ী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তাদের আটক করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজাদ রহমান বলেন, ‘বিশ্বস্ত সূত্রে খবর পাই যে প্রাইভেট কারে গাঁজা পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে পুলিশ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তে তল্লাশি চৌকি বসিয়ে প্রাইভেটকারটি টোল প্লাজায় এলে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা পাওয়া যায়। পরে জাহাঙ্গীর আলম ও মো. ফারুক মিয়াকে আটক করে থানায় আনা হয়। মাদক ব্যবসায়ী দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ মাদক বহন করে ঢাকায় পাচার করে আসছিল।’
ওসি আরও বলেন, ‘মাদকের বিষয়ে কোনো ছাড় নয়। পুলিশ মাদক নির্মূল করতে কাজ করছে। এ কাজে সমাজের সর্বস্তরের জনগণের সহযোগিতা করতে হবে।’