আ. লীগে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘বঙ্গবন্ধুর আওয়ামী লীগে অনুপ্রবেশকারী, সন্ত্রাসীদের ও মাদক ব্যবসায়ীদের কোনো স্থান নেই। এজন্যই বিগত সময়ের সব নির্বাচনে নৌকার বিজয় হয়েছে। গণতান্ত্রিক উপায়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিহিংসার কোনো স্থান আমাদের কাছে নাই। বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলার স্থলে উশৃঙ্খলার কোনো সুযোগ নেই।’
আজ শুক্রবার দুপুরে মনোহরদী সরকারি কলেজ মাঠে আয়োজিত ত্রিবার্ষিকী সম্মেলনে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, নরসিংদী-৩ আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগামী তিন বছরের জন্য পুনরায় অ্যাডভোকেট ফজলুল হককে সভাপতি এবং পিয়াশিষ রায়কে সাধারণ সম্পাদক করে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।