ইউপি চেয়ারম্যানের ফ্যাক্টরি থেকে কারেন্ট জাল জব্দ, পাঁচ শ্রমিকের জেল
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় ইউপি চেয়ারম্যানের ফ্যাক্টরি থেকে এক কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার পাঁচজন শ্রমিকের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালায় র্যাব-১১ এর সদস্যরা। গোপণ সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার 'সাওবান ফাইবার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড' জাল কারখানায় অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। র্যাবের হিসেবে যার বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা। এ সময় পাঁচজন শ্রমিকের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল শিগগির পুড়িয়ে বিনষ্ট করা হবে।