ইজতেমা ময়দানে সাইবার নিরাপত্তা দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০২৩ সালের বিশ্ব ইজতেমা সুন্দর ও সফল হবে। প্রধানমন্ত্রীও সব সময় বিশ্ব ইজতেমার প্রতি খেয়াল রাখছেন। আরও কী ধরনের সহযোগিতা করা যায়, সে বিষয়েও তিনি খোঁজখবর নিচ্ছেন। এবার ইজতেমা ময়দানে সাইবার নিরাপত্তা দেওয়া হবে।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) টঙ্গীতে ইজতেমা ময়দানে আয়োজিত প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সেখানে প্রথম দফায় ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
মন্ত্রী বলেন, ‘ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করবে জোবায়ের গ্রুপ, আর দ্বিতীয় পর্ব করবে সা’দ গ্রুপ। দুই গ্রুপের মধ্যে নতুন করে ভুল বোঝাবোঝি হওয়ার কিছু নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার সাইবার নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। যেখানে ঝুঁকি থাকবে, আমাদের পুলিশ বাহিনী সে জায়গাটা কাভার করবে। ইজতেমার নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, আনসার সদস্যসহ সবাই যুক্ত থাকবেন। প্রয়োজনে বিজিবি প্রস্তুত থাকবে। সেনাবাহিনী এরই মধ্যে মুসল্লিদের জন্য কাজ করছে। তারা তুরাগ নদীর পশ্চিম পাড়ে ভাসমান সেতু তৈরি করে দিয়েছেন। ইজতেমার ৯৫ ভাগ এরই মধ্যে শেষ হয়েছে।’
সভায় আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।