ইথিওপিয়ার সংঘাতে শতাধিক বাংলাদেশি বিপদে
ইথিওপিয়ার টিগরে অঞ্চলে চলমান সংঘাতে বিপদের মুখে পড়েছেন বাংলাদেশের ১০৪ জন পোশাক শ্রমিক। জরুরি ভিত্তিতে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। বাংলাদেশের ডিবিএল গ্রুপ ২০১৮ সালে ইথিওপিয়ার টিগরে অঞ্চলে একটি পোশাক কারখানা চালু করে। এই শ্রমিকেরা সেখানেই কর্মরত। কিন্তু হঠাৎ করে ইথিওপিয়ায় লড়াই তীব্র হয়ে যাওয়ায় এই শ্রমিকদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার খবরে এসব তথ্য দেওয়া হয়েছে।
ইরিত্রিয়ার উত্তরে সুদান সীমান্তবর্তী এলাকা টিগরেতে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। শত শত মানুষ সেখানে এরই মধ্যে প্রাণ হারিয়েছে। জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সেখানে খাদ্য ও স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারছে না। এর ফলে সেখানে এক ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।
এ অবস্থায় বাংলাদেশি প্রতিষ্ঠান ডিবিএলের শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ এরই মধ্যে কারখানা চত্ত্বরে বোমা পড়েছে। ফুরিয়ে যাচ্ছে খাদ্যের মজুদ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।
ইথিওপিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেছেন, এই শ্রমিকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চলছে।