ইফতার শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। উপজেলার বেইলি ব্রিজ এলাকায় শরীয়তপুর-মাওয়া মহাসড়কে গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর এ তথ্য জানিয়েছেন।
নিহত দুজন হলেন নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজীকান্দি গ্রামের দেলোয়ার শিকদারের ছেলে বায়জিত শিকদার (১৭) ও একই গ্রামের সোলাইমান আজমের ছেলে অভি আজম (১৮)। এর মধ্যে বায়জিত ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বায়জিত ও তাঁর বন্ধু অভি গতকাল শুক্রবার রাতে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এর মধ্যে নড়িয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি। এ সময় বায়জিত ও অভিকে উদ্ধার করে শরীয়তপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বায়জিতকে মৃত ঘোষণা করেন এবং অভিকে ঢাকায় পাঠানোর জন্য বলেন। এর মধ্যে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় অভির।
বায়জিতের ভাই নাসির উদ্দিন বলেন, ‘বায়জিত মোটরসাইকেলে করে তার এক বন্ধুর বাসায় ইফতারের দাওয়াতে অংশ নিতে গিয়েছিল। ইফতার শেষে তার বন্ধু অভির সঙ্গে বাড়ি ফেরার পথে মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বায়জিতের। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় অভির।’