ঈদ উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন ও দীঘিনালা জোনের পাংখোয়া পাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন। আজ রোববার ক্যাম্প পরিদর্শনের সময় সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বেলা ১২টায় সেনাপ্রধান বাঘাইহাট জোনে এলে তাঁকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম।
সেনাপ্রধান বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে পরিবার-পরিজন ছেড়ে দুর্গম পার্বত্য চট্টগ্রামে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন। দেশের যেকোনো সংকটে সেনাবাহিনী তাঁর অর্পিত দায়িত্ব পালন করছে।’
সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ দুটো ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন এবং দীঘিনালা জোনে সেনা সদস্যদের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন।
ক্যাম্প পরিদর্শনের সময় সামরিক সচিব মেজর জেনারেল খালেদ আল-মামুন, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসানসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।