উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরসাপ্রধানের ভাই’ আটক
মিয়ানমারের নিষিদ্ধ ঘোষিত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র (আরসা) প্রধানের ভাইকে আটকের দাবি করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।এপিবিএন বলছে—আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক মো. শাহ আলী আতাউল্লাহ আরসাপ্রধান আবু জুনুনীর ভাই।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে শাহ আলীকে আটকের সময় তাঁর হেফাজত থেকে অপর একজনকে উদ্ধার করে এপিবিএন। ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এসপি নাঈমুল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি এপিবিএন রোহিঙ্গা ক্যাম্পে আতাউল্লাহর ভাই শাহ আলীর অবস্থানের খবর পায়। পরে অভিযান চালান তাঁরা।
নাঈমুল আরও জানান, আটক শাহ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কবে থেকে কেন এ ক্যাম্পে অবস্থান নিয়েছেন, তা জানার চেষ্টা করা চলছে।
এপিবিএনের দাবি—অভিযানে ওই আস্তানা থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।