উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় হামলা-পাল্টা হামলা, আহত ১৫
গাজীপুরের শ্রীপুরে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় দুপক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৪-১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মমিনাসহ স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের আব্দুল জব্বারের বাড়ি সংলগ্ন কাজলের দোকানের সামনে কিছু বখাটে তরুণ গত কয়েকদিন ধরে আড্ডা দিয়ে উচ্চশব্দে গান বাজিয়ে হৈ হুল্লোর করে আসছিল। এছাড়াও তারা প্রকাশ্যে গাঁজা সেবন করে জব্বারের ঘরের জানালা দিয়ে ভিতরে ধোঁয়া ছুড়ে দেয়। মঙ্গলবার ভোর ৫টার দিকে জব্বারের ঘরের পেছনে দাঁড় করিয়ে রাখা একটি মাইক্রোবাসে উচ্চশব্দে গান বাজাচ্ছিল তরুণরা। এ সময় জব্বারের অসুস্থ বোন (হৃদরোগে আক্রান্ত) মমিনা খাতুন এগিয়ে গিয়ে তরুণদের উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয় তারা। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে ইয়াসিনের নেতৃত্বে তরুণরা জব্বারের বাড়িতে হানা দিয়ে গালিগালাজ ও তার স্ত্রী আয়েশা খাতুনকে লাঞ্ছিত করে। এ সময় আয়েশার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে তরুণদের মারধর করে। এতে ইয়াসিন ও তার সহযোগিসহ ৭-৮ জন আহত হয়। বিষয়টি সমাধানের জন্য বুধবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গ্রাম্য সালিশিতে বসে দুপক্ষের লোকজন। সালিশি বৈঠক চলাকালে জব্বারের লোকজনের উপর হামলা চালিয়ে মারধর করে প্রতিপক্ষের লোকজন। প্রতিপক্ষের হামলার ঘটনায়ও জব্বারসহ অন্তত ৮ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় দুপক্ষের আয়েশা ও মাসুম বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।