একজনের প্ররোচনায় বিশ্ব ব্যাংক অর্থ বন্ধ করেছিল : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের দেশের একজন মানুষের প্ররোচনায় বিশ্ব ব্যাংক অর্থ বন্ধ করে দিয়েছিল। তখন ঘোষণা দিয়েছিলাম, আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব। মানুষ বিশ্বাস করতে পারেনি।’
আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
শেখ হাসিনা বলেন, ‘কিন্তু, আমার আত্মবিশ্বাস ছিল। আমার বিশ্বাস আমার জনগণ। বাবা-মা-ভাই, সব হারিয়ে বাংলাদেশে এসেছিলাম, নিঃস্ব-রিক্ত হয়ে। মানুষের জন্য দেশে এসেছি। সুতরাং, মানুষের কল্যাণ করাই আমাদের কাজ।’