একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি করার চিন্তা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এবারের অমর একুশে গ্রন্থমেলা-২০২১ স্টল বসিয়ে হচ্ছে না বলে জানা গেছে।
এবারের বইমেলার আয়োজন নিয়ে গতকাল বৃহস্পতিবার কাউন্সিল সভা হয়েছে বলে জানিয়েছেন বাঙলা একাডেমি মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী।
আজ শুক্রবার রাতে বাঙলা একাডেমির ডিজি এনটিভি অনলাইনকে বলেন, ‘করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে এবার হয়তো ১ ফেব্রুয়ারি বইয়ের স্টল বসিয়ে মেলা করা সম্ভব নাও হতে পারে। তাই ভাচুয়ালি করার চিন্তাসহ, যখনি পরিস্থিতি স্বাভাবিক হবে তখনি প্রকাশক, লেখক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এরকমটাই আমরা মনে করছি।’
কবি হাবীবুল্লাহ সিরাজী আরো বলেন, ‘আমরা মন্ত্রণালয়কে অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত এখনো জানাইনি। আমরা আলোচনা করেছি, কি অবস্থায় কোন পরিস্থিতিতে বইমেলা হবে। গতকাল বিকেলে আমরা মিটিং করেছি। এই সপ্তাহের শুরুর দিকে আমাদের যে সিদ্ধান্ত সেটা বিজ্ঞপ্তি আকারে জানাব।’
ডিজি আরো বলেন, ‘আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়কে জানানোর পর তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।’