এরা প্রকৃত আওয়ামী লীগ নয়, হাইব্রিড : প্রাণিসম্পদমন্ত্রী
শোকের মাসে পিরোজপুর শহরে বঙ্গবন্ধুর পরিবারের নিহত সদস্যদের ছবিযুক্ত টানানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
এ সময় মন্ত্রী বলেন, ‘এখন আওয়ামী লীগ ছাড়া লোক খুঁজে পাওয়া যায় না। সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। তবে এরা প্রকৃত আওয়ামী লীগ নয়, হাইব্রিড। বিভিন্নভাবে দলের মধ্যে অনুপ্রবেশ করছে ষড়যন্ত্রকারীরা।’
শ ম রেজাউল করিম আরো বলেন, ‘এ রকম ঘটনা ১৯৭৫ সালের আগেও হয়েছিল, যারা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। স্বার্থ হাসিলের পর পুনরায় তারা তাদের স্থানে ফিরে গেছে। তাই আওয়ামী লীগের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখার দরকার আছে।’
আজ শুক্রবার বেলা ১১টায় পিরোজপুর সার্কিট হাউসে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের মধ্যে সরকারের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদমন্ত্রী এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, করোনাভাইরাসের দুর্যোগকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কথা ভাবছেন।
আগস্টের এ শোকের মাসে বঙ্গবন্ধুর কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে তিনি এ দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতেন। তারপর তিনি দেশ স্বাধীন হওয়ার পর স্বল্প সময়ে দেশের উন্নয়নের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন, তা অকল্পনীয়। এই শোকের মাসে বিভেদ ভুলে সবাইকে একত্র হতে হবে।’
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৫ জন খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকের প্রত্যেককে সাত হাজার টাকা করে দেওয়া হয়।