কক্সবাজারে ক্রিস্টাল মেথ আইস মাদক ও ইয়াবা জব্দ
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও বিপুল ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় বালুখালী সীমান্ত থেকে আইস পাচারের অভিযোগে মাদক চোরাচালানের গডফাদার বুজরুক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বিজিবি জানিয়েছে, বিজিবির অভিযানে দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধারের ঘটনা।
আজ বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হোসাইন কবির। এ সময় বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার আসামিরা হলেন—উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বুজুরুজ মিয়া (৫১), ইউনিয়নটির একই এলাকার মোহাম্মদ ইসমাইল (২৩) ও মো. আবু মন্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।
সংবাদ সম্মেলনে বিজিবির সেক্টর কমান্ডার বলেন, ‘উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথের চালানটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মজুদের পর দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্য ছিল।’
বিজিবি কমান্ডার আরও বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে আজ বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে মিয়ানমার দিক থেকে ছয় থেকে সাতজন লোক বস্তা কাঁধে নদী পার হয়ে প্যারাবনের ভেতর দিয়ে পায়ে হেঁটে আসতে দেখে থামার নির্দেশ দেন বিজিবি। টের পেয়ে সন্দেহজনক লোকগুলো সঙ্গে থাকা দুটি ছোট বস্তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। পরে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা দুটি খুলে পাওয়া যায় ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস।’
বিজিবির অধিনায়ক বলেন, ‘উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইসগুলো দেশের ইতিহাসের সর্বোচ্চ চালান। মাদকের বড় এই চালানটি পাচারকারীদের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মজুদের উদ্দেশ্য ছিল। পরে এই মাদকগুলো ছোট ছোট চালান আকারে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো।’
বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে টেকনাফ বিজিবির একটি টহল দল গতকাল মঙ্গলবার রাতে টেকনাফের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার লাখ পিস ইয়াবা জব্দ করেছে।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার রাতে একদল মাদক পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে একটি নৌকায় করে নাজিরপাড়া এলাকার বেড়িবাঁধ ক্রস করার সময় বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে পাচারকারীরা বস্তা ফেলে নাদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল বস্তাগুলো থেকে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করে।