কক্সবাজারে ৩০২ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি
কক্সবাজার জেলায় ৩০২টি মণ্ডপে মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালি সনাতনী ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে ১৪৯টি প্রতিমা ও ১৫৩টি ঘট পূজা জন্য চলছে প্রতিমা সাজানোর কাজ। প্রতিমা তৈরির কাজ শেষে চলছে রঙতুলির আঁচড়ে সাজানো আর মন্দিরের সাজসজ্জার কাজ। মণ্ডপগুলো সাজানো হচ্ছে বর্ণিল সাজে।
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে কক্সবাজারের আটটি উপজেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কক্সবাজার জেলায় ৩০২টি মণ্ডপ সাজানো হচ্ছে বর্ণিল সাজে। শারদীয় দুর্গাপূজাকে সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতি বছরের মতো নানা আয়োজন শেষে ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে শারদীয় দুর্গাপূজা। এ উৎসব ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
পূজারি, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় মন্দিরগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজারের পুলিশ প্রশাসন পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।