কদমতলীতে যুবকের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর কদমতলীতে মো. ইয়াছিন (২৫) নামে এক যুবকের অস্বাভাকি মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে (২৪ এপ্রিল) স্বজনরা তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টা ১০ মিনিটের দিকে মৃত বলে ঘোষণা করেন। ‘অতিরিক্ত মদ পানে’ এই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
নিহত ব্যক্তির বাবা তৈয়ব আলী মিয়া জানান, ইয়াসিন তার বন্ধুদের সঙ্গে বাইরে গিয়েছিল। দুই-তিন ঘণ্টা পরেই রাতে বাসায় ফিরে এসে বমি করে। তিনি বলেন, ‘সে বলছিল, পেটে ব্যথা করছে, যন্ত্রণা যখন সহ্য করতে পারছিল না, তখনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।’
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, ‘মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক নেশা জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে মারা গেছে। তবে, অতিরিক্ত মদ কিংবা অন্য কোনো নেশা করেছিল কি না বা মৃত্যুর অন্য কোনো কারণ রয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।’