করোনাভাইরাস : দেশে কম নমুনা পরীক্ষায় কম শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো দুই হাজার ৭৪৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা। ফলে এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট দুই লাখ ১৩ হাজার ২৫৪ জন সংক্রমিত হিসেবে শনাক্ত হলেন। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
বুলেটিনে অধ্যাপক নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে আরো ৪২ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট দুই হাজার ৭৫১ জনের।
অধ্যাপক নাসিমা সুলতানা বুলেটিনে জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৯৭৬টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৫০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৬৬ হাজার ৬০৯টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৭৭ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছে ১৯ দশমিক ২৬ শতাংশ।
অধ্যাপক নাসিমা জানান, নতুন করে মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ১২ জন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ২৯ শতাংশ।
করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরো এক হাজার ৮০৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছে এক লাখ ১৭ হাজার ২০২ জন। সুস্থতার হার ৫৪ দশমিক ৯৬ শতাংশ।
বেশ কিছুদিন ধরে নমুনা পরীক্ষার সংখ্যা কমায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী আগের তুলনায় কম শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল মঙ্গলবারের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৪৯ জনের নমুনা সংগ্রহ হয়েছে। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৯৮ জনের নমুনা। এর মধ্য থেকে তিন হাজার ৫৭ জনের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যা নমুনা পরীক্ষার ২৩ দশমিক ৭০ শতাংশ।
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের লক্ষ্যে প্রথমবারের মতো নমুনা পরীক্ষা শুরু হয় গত ২১ জানুয়ারি।
গত ৮ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় গত ১৮ মার্চ।