করোনায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর আ. লীগের সভাপতির মৃত্যু
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ফরিদগঞ্জ উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন (৫১) মারা গেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ৩টায় তিনি মারা যান।
নিহত মোতাহার হোসেনের চাচাতো ভাই ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবাহান লিটন জানান, মোতাহার হোসেন হার্টের রোগে ভুগছিলেন। গত ১১ জুন রাতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে তাঁর নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। চার দিন আগে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
গত ১৩ জুন থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মোতাহার চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার রুদ্রগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাফন দলের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।