করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু
ফেনীর সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেলে মৃত্যু হয় তাঁর।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ফেনী শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১২ জুন ডা. সাজ্জাদ হোসেনের নমুনা পরীক্ষার পর রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর অবস্থার অবনতি হলে ১৩ জুন তাঁকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়। এরপর দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে থাকলে গত ১৬ জুন ঢাকায় স্থানান্তর করা হয়।