করোনায় বিএনপির সাবেক সাংসদের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমজাদ হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব গভীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
শায়রুল কবির খান বলেন, আজ দুপুর ১২টায় আমজাদ হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে সড়কপথে সৈয়দপুর নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল শুক্রবার বাদ জুমা পাটোয়ারীপাড়া মকবুল হোসেন কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আমজাদ হোসেন স্ত্রী ও একমাত্র ছেলে রিয়াদ হোসেন সরকার রানাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রামবিষয়ক সম্পাদক। তিনি ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ১৯৯২ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে পৌর মেয়র ছিলেন। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত পৌর নির্বাচনে ফের মেয়র নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে মেয়র ছিলেন তিনি। আগামী ১৬ জানুয়ারি শনিবার অনুষ্ঠিতব্য সৈয়দপুর পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন আমজাদ হোসেন সরকার।
আমজাদ হোসেন সরকার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ফুসফুস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। তিনি সর্বশেষ নিউমোনিয়া ও কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন। তিনি রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।