করোনায় বড়লেখা ইউএনওর সহধর্মিণীর মৃত্যু
করোনার সঙ্গে যুদ্ধ করে অবশেষে হেরে চিরবিদায় নিলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সহধর্মিণী অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা (৩৪)। তাঁর এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আজ বুধবার ভোর ৪টায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
আজ সকাল ৬টার দিকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।
অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক, বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম গোলাম রব্বানী এবং সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জজ আদালতের বর্তমান সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শাহানা রব্বানীর মেয়ে।
পারিবাকি সূত্রে জানা গেছে, সন্তানসম্ভবা অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষার করোনা পজিটিভ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় গত ৭ জুলাই তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ বুধবার ভোরে চিসিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবরে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
তাঁর এ মৃত্যুতে শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী অ্যাডভোকেট কনিজ রেহনুমা রব্বানী ভাষা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর মতো একজন সক্রিয় সমাজকর্মীর অকাল মৃত্যু সমাজের জন্য বিরাট ক্ষতি।
পরিবেশমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।