করোনায় মৃত্যুর গুজব ছড়ানোয় খাগড়াছড়িতে গ্রেপ্তার ৩
খাগড়াছড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাসে আক্রান্ত মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মানিকছড়ি উপজেলার জহির হোসেন (১৮), দীঘিনালার উপজেলার মিন্টু চৌধুরী (৪৩) ও সুজন দাশ (৫০)।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ আজ রোববার বেলা ১১টার দিকে তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গতকাল শনিবার বিকেলে পুলিশ পৃথক অভিযান চালিয়ে জেলার মানিকছড়ি ও দীঘিনালা থেকে এ তিনজনকে আটক করা হয়। এই তিন পরস্পর যোগসাজসে খাগড়াছড়িতে একজন করোনায় মৃত্যু হয়েছে বলে মিথ্যা ও বানোয়াট খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও শেয়ার করে জেলায় অস্থিরতা সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী তৎপরতা চালিয়েছে। এ গুজবের কারণে জনমনে ভীতি সৃষ্টি হয়েছে। আটকের পর তাদের কাছ থেকে মিথ্যা অপপ্রচারের আলামত কম্পিউটার এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠা আদালত।