করোনা আইসোলেশন থেকে পলাতক, পুলিশের তৎপরতায় আবারও সেখানে
চাঁদপুরে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত এক রোগী আইসোলেশন থেকে পালিয়ে যাওয়ার পর পুলিশের তৎপরতায় রাতেই তাকে আটক করে আবারও আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন জানান, ঢাকায় ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করে করোনার পজিটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্ত জেনেও তিনি রোববার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাস্থ তাঁর নিজ বাড়িতে আসেন। কিন্তু তিনি করোনা পজিটিভ হওয়ায় বাড়ির মানুষ তাঁকে বাড়িতে ঢুকতে দেয়নি। পরে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমদ কাজল তাঁর করোনা রিপোর্ট দেখে তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি দেন। বিকেলে রোগী হাসপাতালের আইসোলেশন থেকে পালিয়ে যান। এই খবর পেয়ে তাঁর মোবাইল ফোন ট্রেকিংয়ের মাধ্যমে ফরিদগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড চরহোগলা গ্রাম থেকে তাঁকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। পুলিশের তৎপরতায় রাতেই তাঁকে আবারও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।