করোনা উপসর্গ নিয়ে রাতে হাসপাতালে ভর্তি, সকালে মৃত্যু
চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে লিটন সূত্রধর (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার পর আজ বুধবার সকাল ৬টার দিকে মৃত্যু হয় তাঁর।
লিটন সূত্রধর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের উচ্চংগা গ্রামের বাসিন্দা।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে লিটন সূত্রধর নামের এক ব্যক্তি চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন। তাঁর অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যান। সেখানে ভর্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আজ বুধবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।
সিভিল সার্জন আরো জানান, করোনা পরীক্ষার জন্য লিটন সূত্রধরের নমুনা সংগ্রহ করা হয়েছে। দাফন টিমের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে তাঁকে দাহ করা হয়।