করোনা পরীক্ষায় ফেনীতে চালু হলো জিন এক্সপার্ট মেশিন
করোনাভাইরাস পরীক্ষার জটিলতা নিরসনে ফেনীতে চালু হয়েছে জিন এক্সপার্ট মেশিন। আজ শনিবার দুপুরে শহরের মহিপালে বক্ষব্যাধি ক্লিনিকে আনুষ্ঠানিকভাবে এ মেশিন দিয়ে পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর একটা ইচ্ছে আপনারা সবাই জানেন যে, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা পাক। এর রকম একটা রিমোট এলাকায় আধুনিক মেশিন দিয়ে কোভিড রোগের চিকিৎসা করা বিশাল ব্যাপার বলে আমি মনে করি।’
এই বক্ষব্যাধি ক্লিনিকটি চার মাস ধরে করোনা আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনা পরীক্ষার জট কমাতে ফেনীতে জিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হয়েছে। আট লাখ টাকা ব্যয়ে মেশিনটি স্থাপনের ফলে ফেনী থেকে নোয়াখালীতে করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হবে না। আর জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষার মাধ্যমে ফেনীবাসী সুফল পাবে। তবে এখানে জরুরি ভিত্তিতে সীমিত আকারে পরীক্ষা করা যাবে। এছাড়া ৪৫ মিনিটেই পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে।