কাজ শেষে বাসায় ফিরে স্ত্রী-সন্তানের গলাকাটা লাশ দেখলেন ব্যবসায়ী
হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দ্বিগম্বর বাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলো উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী দাস (৩৫) ও তাঁদের মেয়ে পূজা দাস (৮)।
স্থানীয়রা জানান, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসায়ী। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বর বাজার এলাকায় একটি বাসার তৃতীয় তলায় থাকতেন। গতকাল বুধবার রাতে ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন সন্দ্বীপ দাস। কাজ শেষে আজ বৃহস্পতিবার ভোরে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের গলাকাটা লাশ দেখতে পান তিনি।
পরে খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।