কাপ্তাইয়ে যুবককে গুলি করে হত্যা
রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুর্বৃত্তের গুলিতে বসন্ত তংঞ্চগ্যা দুর্জয় (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া নামক স্থানে আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আজ সকালে ভাড়া নিয়ে কারিগরপাড়া নামক স্থানে গেলে দুর্বৃত্তরা গুলি করে তাঁকে হত্যা করে। তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
ওসি ইকবাল বাহার আরো জানান, বসন্ত তংঞ্চগ্যা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি সমর্থিত কর্মী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।
এ বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।