কারাগারে পর্নোগ্রাফি মামলার আসামির আত্মহত্যা
খাগড়াছড়ি জেলা কারাগারে মিলন বিকাশ ত্রিপুরা নামে পর্নোগ্রাফি মামলার এক আসামি আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। কারাগারে আসামির মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠনের পক্রিয়া চলছে।
গুইমারা থানায় দায়েরকৃত একটি পর্নোগ্রাফির মামলায় পুলিশ গত ১৬ মে মিলন বিকাশ ত্রিপুরাকে গ্রেপ্তার করে। আদালত ১৭ মে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার দিদারুল আলম জানান, আসামি মিলন বিকাশ ত্রিপুরা আজ ভোর সাড়ে ৪টার দিকে টয়লেটে যান। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও বের না হলে অন্য আসামি টয়লেটে গিয়ে দেখেন তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।
জেল সুপার মো. সাজ্জাদ হোসেন জানান, কারাগারে আসামি মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।