কাশিমপুর কারা ফটকের সামনে থেকে ইয়াবাসহ নারী আটক
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে বিদেশ ফেরত ওই নারীকে আটকের সময় তাঁর কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর আগে ইয়াবা টেবলেটের একটি বড় চালান নিয়ে তাঁর ভাই ও স্বামী ধরা পড়েন।
আটককৃতের নাম মরিয়ম বেগম (৩৭)। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বড়পরী গ্রামের মেয়ে। স্বামী বশির মিয়াকে নিয়ে মরিয়ম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর কার্টন ফ্যাক্টরির পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার এসআই শওকত ইমরান জানান, মরিয়ম দীর্ঘদিন প্রবাসে জীবন যাপনের পর কিছু দিন হয় দেশে ফিরে আসেন। আজ রোববার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে ঘোরাফেরা করছিলেন মরিয়ম। তাঁর সন্দেহজনক গতিবিধি দেখে কারারক্ষীরা পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে দুপুর দুইটার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরিয়মের সঙ্গে থাকা হাতব্যাগ তল্লাশি করে ৩৯৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাঁকে আটক করা হয়।
সম্প্রতি ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে মরিয়মের ভাই ও স্বামী ধরা পড়েন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।