কিশোরগঞ্জের ভৈরবে ৮০ কেজি গাঁজাসহ আটক ১
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৮০ কেজি গাঁজাসহ ইমাম (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। ইমাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট গ্রামের মৃত উমর আলীর ছেলে।
তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
তিনি আরও জানান, আজ শনিবার দুপুরে তাঁর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটাল মোড়ে অভিযান চালায়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার আটক করে তল্লাশিকালে সাড়ে ৭৯ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ এক হাজার টাকা জব্দ করা হয়। ইমামসহ প্রাইভেটকারটিকে আটক করা হয়।
আটক ইমামের বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, ইমাম একজন মাদক কারবারি। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন।