কীর্তনখোলায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল রোববার দুপুরে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ আজ সোমবার বিকেলে উদ্ধার করা হয়।
স্কুলছাত্রের মরদেহটি নদীতে ভেসে উঠে বলে বরিশাল সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানিয়েছেন।
স্কুলছাত্র অনিক হাওলাদার (১৪) চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। সে মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ গাজী জানান, আজ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে মরদেহ ভেসে উঠে।
ওসি হাসনাত জামান জানান, কয়েকজন কিশোর গতকাল দুপুর দেড়টার দিকে একসঙ্গে কীর্তনখোলা নদীর চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চর উলালঘুনী গ্রামের জিটিএল ইটের ভাটা এলাকায় গোসল করতে নামে।
এ সময় কয়েকজন কিশোর সাঁতরে তীর থেকে নদীর মধ্যে যায়। তখন স্রোতের তীব্রতায় অনিকসহ দুজন ভেসে যেতে থাকে। এরই মধ্যে দুজনকে জেলেরা উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় অনিক।
ওসি আরও জানান, বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিরা গতকাল সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে অনিকের কোনো সন্ধান পাননি। আজ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলের কাছেই নদীতে মরদেহটি ভেসে উঠে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।