কুমিল্লার সড়কে ঝরল ৩ শিক্ষার্থীর প্রাণ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় ইউটার্ন নিতে গেলে গাড়ির চাপায় নিহত হন সিএনজিচালিত অটোরিকশার থাকা ওই তিন শিক্ষার্থী। তাঁরা ছুপুয়া মাদ্রাসার আলিমের ছাত্র।
হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন—ছুফুয়া গ্রামের মদিনা গাড়ির চালক আবুল হাসেমের ছেলে লিমন, বদরপুর মধ্যপাড়া আব্দুল গফুরের ছেলে রাজ্জাক এবং দুর্গাপুর মজুমদার বাড়ির হানিফ মিয়ার ছেলে সিফাত।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন জানিয়ে পুলিশ জানিয়েছে, তিনজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়িতে নেওয়া হয়েছে।