কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষে আহত ২০
কুমিল্লায় হাসানপুর রেলস্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় হাসানপুর রেলস্টেশনে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে।
জানা গেছে, সোনার বাংলা এক্সপ্রেসের ছয়টি বগি ও লোকোমোটিভ লাইনচ্যুত হয়ে ঘটনাস্থলেই কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘ঢাকাগামী মালবাহী ট্রেনটি হাসানপুর স্টেশনে লাইনে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ভুল করে একই লাইনে ঢুকে মালবাহী ট্রেনের পেছনের দিকে ধাক্কা মারে। এরপর থেকে ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।’
সোনার বাংলা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রেললাইন থেকে বগিগুলো এখনও সরানো হয়নি।