কুমিল্লায় ভগ্নিপতিকে হত্যায় একজনের যাবজ্জীবন
কুমিল্লার তিতাসের ইউসুফপুরে পারিবারিক কলহের জের ধরে বড় বোনের স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বিল্লাল হোসেন নামের একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩১ মার্চ ভোরে কুমিল্লার তিতাস উপজেলার ইউসুফপুর গ্রামের খোরশেদ ফরায়েজী ফজরের নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যাচ্ছিলেন। পথে ইউসুফ ফরায়জির শ্যালক বিল্লাল হোসেন পেটে ছুড়িকাঘাত করে তাকে হত্যা করেন। এরপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিল্লাল হোসেনকে আটক করে তিতাস থানা পুলিশের হাতে সোপর্দ করে। হত্যার পরপরই নিহত ইউসুফ ফরায়জির মেয়ে মনিকা আক্তার বাদী হয়ে তিতাস থানায় বিল্লাল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এদিকে, হত্যার দায় স্বীকার করে বিল্লাল হোসেন ম্যাজিট্রেটের কাছে স্বীকারোক্তি দিলে আদালত বিল্লাল হোসেনকে জেলহাজতে পাঠান। এই মামলায় আজ কুমিল্লার আদালতের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নাছরিন জাহান আসামি বিল্লালের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দেন।