কুমিল্লা পাসপোর্ট অফিসের ডিডির বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক (ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে সেবাগ্রহীতাকে মারধর এবং এ ঘটনার সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় কুমিল্লা ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কুমিল্লার র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনকে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।
আদেশ কপিতে উল্লেখ করা হয়েছে, “‘চেয়ারে বসায় তিন সেবাগ্রহীতাকে পেটালেন ডিডি’ শিরোনামের সংবাদ আদালত দেখেছেন। এ সংবাদ সত্যি হয়ে থাকলে অফিসের উপপরিচালক (ডিডি) নুরুল হুদা ফৌজদারি অপরাধে অপরাধী।”
‘তা ছাড়া সংবাদকর্মী রাকিবুল ইসলাম রানা ও সাফিকে তাঁদের দায়িত্ব পালনে বাধা প্রদান করা এবং মুঠোফোন ফোন ছিনিয়ে নেওয়াও আইনবিরোধী।’
এ তথ্য নিশ্চিত করে কুমিল্লা আদালতের পেশকার খোরশেদ আলম বলেন, ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন মহোদয় স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছেন। আদেশের কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তদন্তে ওই সংবাদের প্রতিবেদককে সার্বিক সহযোগিতার জন্য বলা হয়েছে।’
কুমিল্লার র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব বলেন, ‘এ জাতীয় আদেশ কপি আমাদের কাছে এখনও আসেনি। কপি এলে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হবে।’
গত সোমবার দুপুর ১২টায় কুমিল্লা পাসপোর্ট অফিসের উপপরিচালক নুরুল হুদার বিরুদ্ধে তিন সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগ ওঠে। এ ঘটনায় সংবাদ সংগ্রহে গেলে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিবেদক মো. সাফি ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ম্যাক নিউজের রাকিবুল রানাকে লাঞ্ছিত করা হয়। এ সময় মুঠোফোনে ভিডিও ধারণ চলমান ছিল। উপপরিচালক ভিডিও ধারণ করা মুঠোফোনটি ছিনিয়ে নেন বলে জানা যায়। পরে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।