কুমিল্লা সিটির ৬ মেয়র পদপ্রার্থীর মনোনয়নই বৈধ
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাই শেষে ছয়জন মেয়র পদপ্রার্থীর মধ্যে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
মেয়র পদে মনোনয়নপত্রে বৈধতা পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কু (বিএনপি), স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (বিএনপি), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্রপ্রার্থী কামরুল আহসান বাবুল ও স্বতন্ত্রপ্রার্থী (আওয়ামী লীগ) মাসুদ পারভেজ খান ইমরান।
সাধারণ সদস্য পদে ১২০ জনের মধ্যে নয়জনের ও সংরক্ষিত মহিলা আসনে ৩৮ জনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিনসহ ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা মনোনয়নপত্র জমা দেননি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৬ মে। এরপর ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে আগামী ২০, ২১ ও ২২ মে আপিল করতে পারবেন।
এ সিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে।
কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে এক লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। এ ছাড়া হিজড়া ভোটার তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।
ওয়ার্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ৩ নম্বর ওয়ার্ডে ১৬ হাজার ৪৭৪ জন। আর সবচেয়ে কম ভোটার রয়েছে ২৫ নম্বর ওয়ার্ডে তিন হাজার ৮৯৪জন। প্রতীক বরাদ্দের পর পরই মূলত শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা।