কুষ্টিয়ায় করোনা-উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৭
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের করোনা পজিটিভ ও তিনজনের করোনার উপসর্গ ছিল।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সকালে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আশরাফুল আলম জানান, বর্তমানে হাসপাতালে ৯৭ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৩০ জন উপসর্গ নিয়ে মোট ১২৭ জন ভর্তি রয়েছে।
এদিকে পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৩৫ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৫৫ জনের। মারা গেছে ৭০৯ জন এবং সুস্থ হয়েছে ১৫ হাজার ১৫৫ জন।