কুষ্টিয়ায় কুমারখালীর এসবিএসএলের চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮
কুষ্টিয়ার কুমারখালীতে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি এসবিএসএল এর চেয়ারম্যানসহ ৮ প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া র্যাব-১২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
কোম্পানি কমান্ডার জানান, কুষ্টিয়া জেলায় সানরাইজ বিজনেস সার্ভিস লি. (এসবিএসএল) নামের একটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি গ্রাহকদেরকে অধিক মুনাফার লোভ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাত করে পালিয়ে যায় কোম্পানির সদস্যরা। এই কোম্পানির প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয় প্রায় ৩ শতাধিক পরিবার। প্রতারণার শিকার এক ভুক্তভোগী গ্রাহক চলতি বছরের ২৬ আগস্ট কোম্পানির চেয়ারম্যানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। এরই পরিপেক্ষিতে ২৬ আগস্ট রাতে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী, আব্দুল হান্নান, মো. মোস্তফা রাশেদ পান্না, আইয়ুব আলী ও মো. হাফিজুর রহমানকে আটক করে র্যাব।
তিনি আরও বলেন, আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকা থেকে এসবিএসএলের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, ম্যানেজিং ডিরেক্টর মহসীন আলী এবং ফিন্যান্স ডিরেক্টর মো. ইমরান হোসেনকে আটক করা হয়। কুষ্টিয়া ছাড়াও ওই কোম্পানিটি ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী জেলায় শাখা খুলে গ্রাহককে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।