কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
কুষ্টিয়ায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপরজন। আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন যুবক হলেন রাহুল (২২), জুয়েল (২১) ও ফারুক (২২)। গুরুতর আহত হয়েছেন বিপ্লব নামে এক যুবক।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা দুই মোটরসাইকেলে চার কিশোর বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এসে মোটরসাইকেল দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এ দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
বেপরোয়া গতিতে মটরসাইকেল চালানোর কারণেই তারা দুর্ঘটনার শিকার হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।