কুষ্টিয়ায় নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইল, মসলেমপুর ও টিকটিকি পাড়ায় পদ্মা নদীর তীব্র ভাঙন প্রতিরোধে ও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টায় পদ্মা নদীর পাড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে বাহিরচর ইউনিয়নের পাঁচ শতাধিক নারীপুরুষ অংশগ্রহণ করেন।
অবিলম্বে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে উপস্থিত গ্রামবাসী।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা দাবি করেন, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনে নদীর দক্ষিণ পাড়ে ১২ মাইল ও আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পদ্মার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। তীব্র ভাঙনের ফলে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। চরম হুমকির মুখে পড়েছে ভেড়ামারা শহর রক্ষা বাঁধ।
মানববন্ধনে বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান উপস্থিত ছিলেন।