কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই দুই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— তিন বছরের শিশু হোসাইন, ও ইকবাল হোসেন (৩৫)।
আজ সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল বাইপাস সড়কে ট্রাকচাপায় ইকবাল নিহত হন। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার মৃত ইউনুস আলীর ছেলে ও স্থানীয় একটি ইটভাটা মালিক।
স্থানীয়রা জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ইকবাল হোসেন বটতৈল বাইপাস সড়ক দিয়ে শহরতলীর ত্রিমোহনীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে বাইপাস সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
অপর দিকে, আজ দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় বাড়ির সামনের রাস্তার পাশে খেলা করার সময়ে পাখি ভ্যানের ধাক্কায় তিন বছরের শিশু হোসাইন আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।