কুষ্টিয়ায় শিশুহত্যা মামলায় একজনের ফাঁসি, দুজনের আমৃত্যু দণ্ড
কুষ্টিয়ার মিরপুরে আলোচিত শিশু দেব হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও দুজনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি সবুজ মল্লিক আদালতে উপস্থিত ছিলেন এবং আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি এরশাদ ও হাবিবুর রহমান পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্র জানা যায়, ২০১৮ সালের ৯ জুন সকালে মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তৃতীয় শ্রেণির স্কুলছাত্র দেব দত্ত বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হয়। পরে প্রতিবেশীর মাধ্যমে তার পরিবার জানতে পারে অজ্ঞাত ব্যক্তিরা তাকে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে গেছে। পরে অপহরণকারীরা তার বাবার কাছে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পরে দিন অপহৃত দেবের বাবা পবিত্র কুমার দত্ত মিরপুর থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
ঘটনা তদন্ত করে মিরপুর থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ২০১৮ সালের ২৬ জুন গ্রেপ্তারকৃত নাঈম ইসলাম (২৭) ও জোয়ার আলী (২৮) নামে দুই আসামি কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এই দুজনের স্বীকারোক্তি অনুযায়ী চিথলিয়া গ্রামের নাঈমের বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।