কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইরফান (৩৪) ও আসিফ (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে এবং আসিফ পার্শবর্তী মৌ-বাড়ীয়া গ্রামের মো. জামাল মোল্লার ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, শ্যামনগর বাজার এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত গাড়ী ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ইরফান ও আসিফ নামের দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুইজনরই মৃত্যু হয়। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন দাবি না থাকায় ময়না তদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক গাড়ীটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।