কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় লালন ফিলিং স্টেশন সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শাজাহান আলী(৬৫)শামিম(২৮)নামের বাবা-ছেলে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাথপুর গ্রামে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি দেবব্রত রায় জানান, কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মাথপুরে ফেরার পথে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় লালন ফিলিং স্টেশন সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের চাপায় বাবা-ছেলে নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।